Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট বিভাগে করোনা শনাক্ত আরও ৫১ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ পিএম

সিলেট বিভাগে নতুন করে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৫১ জনের। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে করোনা শনাক্ত হয় তাদের। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ২০ জনের করোনা শনাক্ত হয় ওসমানীর ল্যাবে। এদের মধ্যে রয়েছেন সিলেটের ১৮, মৌলভীবাজারের ১, সুনামগঞ্জের ১জন। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, রোববার শাবির ল্যাবে করোনা শনাক্ত হয় ২৮২ জনের। তবে নমুনা পরীক্ষায় হয়েছিল ৩১ জনের। এদে মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ১৭, মৌলভীবাজারের ১০, সিলেটের ৩ ও হবিগঞ্জের ১ জন । এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১২ হাজার ৫৮২ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ২৬৮ জন। মৃতুবরণ করেছেন ২১৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ