বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে এক গৃহবধুকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত গৃহবধুর নাম ফাতেমা বেগম(২৬)। এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মডেল থানার জিয়ানগর এলাকায় নিজ ঘরে। নিহতের স্বামীর নাম আব্দুল সামাদ। সে স্থানীয় খোলামোড়া বাজারে ডিমের ব্যবসা করেন। আজ রোববার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহত ফাতেমা ঢাকার কামরাঙ্গীচর থানার চর আলীনগর এলাকার মোঃ বাবুল এর বড় মেয়ে। নিহতের একমাত্র ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে ও স্বামী কেরানীগঞ্জের খোলামোড়া বাজারে ডিমের ব্যবসা করেন।
নিহতের স্বজনরা জানায়, ১৫ বছর আগে ঢাকার কামরাঙ্গীর থানার চর আলীনগর এলাকার মোঃ বাবুল মিয়ার মেয়ে ফাতেমা বেগমের করানীগঞ্জের জিয়ানগর এলাকার মৃত মোঃ সওকত আলীর ছেলে আব্দুল সামাদ এর সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকে ফাতেমা কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকায় স্বামী সন্তান নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। হঠাৎ শনিবার রাতে ফাতেমার স্বামী বাড়ী ফিরে তার স্ত্রীর গলাকাটা লাশ ঘরে মেঝেতে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে উঠেন। এতে এলাকাবাসী জড়ো হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।এই ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। ঘটনাটি ক্লুলেজ হওয়ায় এই মুহুর্থে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতের স্বামী আব্দুল সামাদ জানান,তার স্ত্রীকে শনিবার সকালে বাসায় একা রেখে তিনি ব্যবসার কাজে খোলামোড়া বাজারে যান। বাসায় ফেরার আগে অনেক বার ফোন দিয়েও তার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেননি তিনি। এরপর রাতে বাসায় ফিরে দেখেন তার স্ত্রীর গলাকাটা লাশ ঘরের মেঝেতে পড়ে আছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম (ওসি) বলেন, হত্যাকান্ডের ঘটনাটি তদন্ত করে দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।