Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

গায়েবি মামলা প্রত্যাহারে আইনজীবীদের প্রতীকি অনশন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, তারেক রহমানের দণ্ড বাতিলসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার’ দাবিতে প্রতীকী অনশন করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা।
গতকাল রোববার আইনজীবী সমিতির ভবনে সভাপতির কক্ষের সামনে জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্ট এই প্রতীকী অনশনের আয়োজন করে। সুপ্রিম কোর্ট বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ শতাধিক আইনজীবী এতে অংশ নেন। পরে তিনি আইনজীবীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। আইনজীবী আয়েশা আক্তারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন আইনজীবী তৈমূর আলম খন্দকার, মনির হোসেন, আবেদ রাজা, এবিএম রফিকুল হক তালুকদার রাজা, গাজী কামরুল ইসলাম সজল, মো. আলী, মো. ফারুক হোসেন, আইয়ুব আলী আশ্রাফী, আনিছুর রহমান খান, নাছরিন আক্তার, কাজী জয়নাল আবেদীন, মতিলাল ব্যাপারী, শরীফ ইউ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়া কারাগারে আছেন। এসব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। জাতীয় নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে তা অবিলম্বে বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। তারেক রহমান, ব্যারিস্টার মইনুল ইসলামসহ সব রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আইনজীবীদের আন্দোলন চলছে, চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গায়েবি মামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ