পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
পটুয়াখালীর জনবহুল একটি উপজেলা গলাচিপা। ৯২৫ বর্গ কি.মি. আয়তনের উপজেলায় বসবাসকৃত প্রায় ৩ লাখ লোকের মধ্যে শিশুর সংখ্যাও প্রায় লাখ খানেক। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৫০টিও বেশি। অথচ, এ জনবহুল উপজেলায় বিনোদনের নেই কোনো ব্যবস্থা। নেই কোনো শিশু পার্ক। ২০০৭ সালের দিকে গলাচিপা উপজেলা চত্বরে একটি পার্ক ছিল। কিন্তু সিডরের পরে সেখানে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল নির্মাণ করা হলে পার্কটির অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরপর এক যুগ পার হয়ে গেলেও নতুন কোনো পার্ক নির্মিত হয়নি। পার্ক না থাকার কারণে শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। ফলে তারা অবসরে ঘরের কোণে বসে মোবাইলে গেমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। তাই খুব দ্রæত একটি নতুন শিশু পার্ক নির্মাণে উদ্যোগ নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
গলাচিপা, পটুয়াখালী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।