Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরব দেশগুলোতে বাড়ছে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাস মহামারিতে আরব দেশগুলোয় প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। সউদী আরবে গত ২৪ ঘণ্টায় ৫৬১ জনের নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সংখ্যা গত মঙ্গলবার ছিল ৫৫২ জন। এর ফলে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭৮৬ জনে।

এদিকে গতকাল আরো ২৭ জনের প্রাণহানি ঘটেছে যা গত মঙ্গলবার ছিল ৩০ জন। দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৪,৫৬৯ জনে দাঁড়িয়েছে।

এক বিবৃতিতে লিবিয়ার জাতীয় রোগ কেন্দ্র নিয়ন্ত্রণ কেন্দ্র বলেছে যে, কোভিড-১৯ নতুন করে শনাক্ত হয়েছে ৬৫১ জন যা আগের দিনের চেয়ে বেশি। এদিন ১০ জন মারা যায়। দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৪৬০ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৯১৩ জন।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৬১৬ জন নতুন সংক্রমিত হয়েছে। ফলে দেশটিতে শনাক্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা ৫৯০ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ হাজার ৬১২ জন। সূত্র : মিডল ইস্ট মনিটর ও ওয়ার্ল্ডোমিটার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ