Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএনও’র অর্থায়নে সড়ক সংস্কার

ইনকিলাবে সংবাদ প্রকাশের পর

তালুকদার মো. কামাল, আমতলী (বরগুনা) থেকে : ব | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম


রগুনার ঢাকা-আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটির আড়পাঙ্গাশিয়া বাজারের ৫শ’ মিটার সড়ক নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। গতকাল দুপুর ২টার দিকে তিনি নিজে আড়পাঙ্গাশিয়া বাজারে উপস্থিত হয়ে সংস্কার কাজ উদ্বোধন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী ও তালতলী উপজেলা থেকে সড়ক পথে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো ঢাকা-আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক। গত এক বছর ধরে এ আঞ্চলিক সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। আমতলীর মানিকঝুড়ি থেকে কচুপাত্রা বাজার পর্যন্ত সড়কের কার্পেটিং ও খোলা উঠে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে খানা-খন্দে ভরে গেছে। সে সকল গর্তে বৃষ্টির পানি জমে থাকার কারণে দূর থেকে মনে হবে সড়ক না যেন নদী। ওই সড়কের আড়পাঙ্গাশিয়া বাজারের প্রায় ৫শ’ মিটার সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন সেখানে কম বেশি দুর্ঘটনা ঘটেই চলছে। এখান দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষের পায়ে হেটেও চলাচল করাও দূরহ ব্যাপার ছিলো।
সড়ক ও জনপথ অধিদফতর এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কোন বিভাগই ঢাকা-আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। এ নিয়ে দৈনিক ইনকিলাবে প্রতিবেদন প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান নিজ অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে গতকাল দুপুরের পরে নিজে দাঁড়িয়ে থেকে ঢাকা-আমতলী-তালতলী আঞ্চলিক সড়কটির আড়পাঙ্গাশিয়া বাজারের প্রায় ৫শ’ মিটার সড়ক সংস্কারের জন্য ইট আর বালু ফেলে সড়কের মধ্যে সৃষ্টি হওয়া বড় বড় গর্তগুলো ভরাট শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, মানুষ যাতে ভালোভাবে চলাচল করতে পারে সে জন্য ব্যক্তিগত উদ্যোগে ও নিজ অর্থায়নে ৫শ’ মিটার সড়ক সংস্কার করে দিয়েছি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ