Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনার ভ্যাকসিন সুষ্ঠু বণ্টনে একমত ১৫৬ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

চীন ও যুক্তরাষ্ট্র ছাড়া করোনার টিকা বিশ্বব্যাপী ন্যায়সঙ্গতভাবে বিতরণের জন্য ঐতিহাসিক এক চুক্তিতে সম্মত হয়েছে ১৫৬টি দেশ। গত সোমবার জেনেভায় এক ব্রিফিংয়ে চুক্তিটির খবর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসাস। তিনি বলেন, কোভ্যাক্স নামে পরিচিত এ পরিকল্পনার আওতায় ২০২১ সালের শেষ নাগাদ ২শ’ কোটি মানুষের দেহে প্রতিষেধক দেয়ার লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪টি দেশ ধনী, যারা ভ্যাকসিন আবিষ্কার হলে নিজস্ব অর্থায়নে নিতে পারবে এবং ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশ, যাদের ভ্যাকসিন কেনার জন্য সহায়তার প্রয়োজন হবে।

বৈশ্বিক সংকট মোকাবিলায় অভূতপূর্ব বৈশ্বিক সাড়া দেয়ার দাবিও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব মহাসচিব টেড্রোস ঘেব্রেয়েসাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ