Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল ও ক্লিনিকগুলোর দিকে নজর দিন

আল আমিন ইসলাম নাসিম | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

দেশের বেশির ভাগ সরকারি হাসপাতালগুলোর অবস্থা শোচনীয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই, নেই পর্যাপ্ত বেড কিংবা হাসপাতাল সংলগ্ন সুপেয় পানির টিউবওয়েল। টয়লেটগুলোর অবস্থাও মর্মান্তিক। কোনটার নল থেকে পানি আসে না, কোথাও স্যাঁতস্যাঁতে, কোথাও মগ নেই, বাল্ব জ্বলে না। মস্বল এলাকায় ডাক্তাররা ঠিকমতো দেখতে আসেন না, নার্সরা অনেক সময় ঝাড়ি দেন। কোথাও এক অক্সিজেনের সিলিন্ডার দিয়ে দু’তিন ওয়ার্ড চলছে। শুধু মাত্র যারা সরকারি হাসপাতালে যান তারাই যেন এসকল সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি করোনা ওয়ার্ডেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা অনেকে পাচ্ছেন না। হাসপাতালগুলোর বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাও ভালো নয়, মশা নিধনের সুব্যবস্থা নেই। এছাড়া ক্লিনিকগুলোতে গেলেও টেস্ট আর ডক্টর ফি মিলিয়ে নানান খরচের শেষ নেই। আবার ডাক্তাররা এমন সময়ে ওষুধের পরামর্শ দেন যে সেই হাসপাতাল ও ক্লিনিকের নিচ থেকে অতিরিক্ত মূল্য দিয়ে আনা ছাড়া সম্ভব হয় না। কতৃপক্ষ দ্রæত বিষয়গুলো আমলে নিয়ে রোগীদের ভোগান্তি কমাবেন বলে আশা ব্যাক্ত করছি ।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন