মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) সভাপতি ক্রিস্টিন লাগার্দে বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় পদে বিশ্বে এখনো নারীদের সংখ্যা খুবই কম। এর মধ্যে বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস এ সংকট আরো ঘনীভ‚ত করেছে। এক সাক্ষাৎকারে লাগার্দে বলেন, বিশ্বব্যাপী ম্যানেজমেন্টে এখনো খুব কমসংখ্যক নারী রয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকসহ অর্থনৈতিক খাতের শীর্ষ পদে নারীদের সংখ্যা হতাশাজনক। খবর এএফপি। লাগার্দে হলেন ইসিবির ইতিহাসে প্রথম নারী, যিনি ব্যাংকটির শীর্ষ পদে রয়েছেন। তিনি বলেন, ইউরো অঞ্চলের ১৯টি কেন্দ্রীয় ব্যাংকের সবই পুরুষদের দ্বারা পরিচালিত। অন্যদিকে ইসিবির পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে তিনিসহ নারী রয়েছেন মাত্র দুজন। অন্যজন হলেন তার জার্মান সহকর্মী ইসাবেল শ্নাবেল। তার মতে, সংখ্যার দিক দিয়ে নারী ও পুরুষের মধ্যে এত বেশি পার্থক্য হওয়ার কথা ছিল না। এ অবস্থায় কর্ম ক্ষেত্রে আরো নারী নেতৃত্ব আসা প্রয়োজন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।