Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গফরগাঁওয়ে মসজিদের ইমামকে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫০ পিএম

গফরগাঁও উপজেলার দক্ষিণে পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের বেলদিয়া গ্রামে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন নামে এক ইমামকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত ইমাম হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম। নিহতের পরিবারের সদস্য, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো আজিম উদ্দিন প্রতিদিনের ন্যায় সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে রাত সোয়া আটটার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গলা কেটে জবাই করে হত্যা করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরও ৫-৬ টি ধারালো অস্ত্রের আঘাত আছে। পথচারীরা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়। নিহতের স্ত্রী বিলকিস বেগম (৪৮) বলেন, ‘আমার স্বামী সাদাসিদা মানুষ, কোন শক্র নাই। কারা, কেন এই খুন করল জানি না।’ পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘দুর্গম এলাকা। পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।’হত্যার ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মোঃ মকবুল হোসেন ও মোঃ তাইজুউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে । বিকেল সাড়ে ৪টার সময় নিগুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন খান জানান , কতিপয় দুস্কুতিকারীরা ইমামকে হত্যা করেছে । তিনি একজন ভাল মানুষ ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ