মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের হাত থেকে খুব সহজে রেহাই নেই। ওই ভাইরাসের বিপদ আরও বেশ কিছুদিন থাকবে। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মাইক রায়ান। তার দাবি, আপাতত ওই ভাইরাস যাচ্ছে না।
সপ্তাহে প্রায় ৫০ হাজার মানুষ গোটা বিশ্বে এখনও প্রাণ হারাচ্ছেন করোনা সংক্রমণের কারণে। করোনা সংক্রমণ ছড়ানোর গতি এখনও রীতিমতো উদ্বেগজনক বলে জানিয়েছেন রায়ান। যতদিন না হার্ড ইমিউনিটি তৈরি হচ্ছে, ততদিন করোনা মওসুমি রোগ হিসেবে থেকে যাবে বলে সতর্ক করে দিচ্ছেন আর একদল গবেষক। তাদের দাবি, হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার আগে করোনা সংক্রমণের আরও কয়েকটি ঢেউ আসতে পারে। ব্রিটেনে সংক্রমণের আরও ঢেউ আসবে বলে আশঙ্কিত প্রধানমন্ত্রী বরিস জনসন। তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্র : এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।