মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফসিল বিশেষজ্ঞদের একটি দল বিশ্বের প্রাচীনতম প্রাণীজ শুক্রাণু আবিষ্কার করার দাবি করেছে। এই শুক্রাণু ১০০ মিলিয়ন বছর আগের বলে তারা মনে করছে। মিয়ানমারে একটি গাছের কুঠুরীতে এর সন্ধান তারা পেয়েছে। এর আগে প্রাচীনতম যে প্রাণীজ শুক্রাণুর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছিলেন, তার বয়স ছিল মাত্র ১৭ মিলিয়ন বছর। নানজিঙের চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ড. ওয়াঙ এই বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দিচ্ছেন। বুধবার এ ব্যাপারে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কাঁকড়া জাতীয় অতিক্ষুদ্র একটি প্রাণীর দেহের ভেতরে ওই শুক্রাণুর সন্ধান তারা পান। প্রাণীটি ছিল নারী। এতে বোঝা যাচ্ছে, ফসিলে পরিণত হওয়ার আগে সে অবশ্যই নিষিক্ত হয়েছিল। এসব প্রাণীর ফসিল প্রায়ই পাওয়া যায়। কিন্তু তাদের শুক্রাণু পাওয়া দুর্লভ ব্যাপার বলে বিশেষজ্ঞরা বলছেন। ক্রেটাসিয়াস আমলে (১৪৫ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে) এসব প্রাণী বর্তমান মিয়ানমারের উপকূলে বিচরণ করত বলে বিজ্ঞানীরা দাবি করছেন। বিজ্ঞানীরা মিয়ানমারে যে শুক্রাণু পেয়েছেন, সেটি ‘জায়ান্ট’ বলে দাবি করেছেন। তাদের শুক্রাণু কেন এত বিশাল হতো, তা নিয়ে বেশ কিছু পরস্পরবিরোধী তত্ত্ব রয়েছে। এএফপি, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।