Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মহাকাশে থাকা শুক্রাণু থেকে ১৬৮ ইঁদুরের জন্ম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৩ এএম

বিজ্ঞান জগতে ফের এক অভিনবত্বের মুখোমুখি হলো বিশ্ব। বিজ্ঞানীরা একটি বিষয় নিয়ে বহুদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন। বিষয়টি ছিল- শুক্রাণুতে মহাকাশের বিকিরণের কি প্রভাব পড়ে তা দেখা। এটিই জানতে ৬ বছর ধরে মহাকাশে সংরক্ষণ করা হয় ইঁদুরের শুক্রাণু। এরপর সুস্থ এক স্ত্রী ইঁদুরের ডিম্বাণুকে নিষিক্ত করতে ব্যবহার করা হয় মহাকাশ ফেরত ওই শুক্রাণু। তাতেই দেখা গেল অবাক করা কান্ড। দেখা যায় যে, মহাকাশ ফেরত শুক্রাণু থেকে একটি-দুটি নয়, মোট ১৬৮টি সম্পূর্ণ সুস্থ ইঁদুর ছানার জন্ম হয়েছে। অধিকাংশই স্বাস্থ্যবান। তাদের শরীরে কোনও জেনেটিক সমস্যাও দেখা দেয়নি। মহাকাশে তীব্র ঠান্ডার পাশাপাশি কসমিক তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসার আশঙ্কাও ছিল। কারণ, প্রাণ ও প্রাণ সঞ্চারের ক্ষেত্রে তা ভীষণ ক্ষতিকর। কিন্তু ইদুরের শুক্রাণুর কিছু হয়নি। দারুণ সাফল্যের এই গবেষণার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে। জানা গিয়েছে, ২০১৩ সালে ইঁদুরের শুক্রাণু সংরক্ষণ করে পাঠানো হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। সেখানেই ৬ বছর ধরে তা সংরক্ষণ করে রাখা হয়। আর তারপর তা স্পেস-এক্স-এর যানে করে ফিরে আসে পৃথিবীতে। এই বিষয়ে এই গবেষণার প্রধান গবেষক তেরুহইকো ওয়াকাইয়ামা জানান, জাপানের ইয়ামানাশি ইউনিভার্সিটির গবেষকরা মোট ৩ বাক্স ইঁদুরের শুক্রাণু মহাকাশে পাঠান। তাতে মোট ৪৮টি অ্যাম্পুল ছিল। লাইভ সায়েন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ