বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরের কমলনগর -রামগতি উপজেলায় মেঘনানদীর ভয়াবহ ভাঙ্গনের চিত্র স্বচক্ষে দেখতে আজ সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ)জাহিদ ফারুক এমপি মেঘনার ভাংগন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। পরে এক সুধী সমাবেশে মন্ত্রী বলেন নদী ভাংগন এটা এখন জাতীয় সমস্যায় পরিনত হয়েছে।মেঘনার ভাংগন রোদে রামগতি-কমলনগর উপজেলা রক্ষায় একটি বাজেট প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।সবাই আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।আশাকরি যেকোন সময় এই প্রকল্প পাশ হয়ে যাবে।তাতে রামগতি-কমলনগর নদী ভাংগনের হাত থেকে রক্ষা পাবে।মন্ত্রী বলেন বর্তমান সরকার নদী ভাংগন রোদে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। নদী বাঁধের জন্য দেশের বিভিন্ন স্হানে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে। রামগতি-কমলনগরবাসী আপনারাও পাবেন।আপনারা হতাশ হবেননা,ধৈর্য ধরুন।
আজ শুক্রবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্হানীয় সাংসদ মেজর (অবঃ) আব্দুল মান্নান, রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন,রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলাইমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির ক্রিড়া বিষয়ক সম্পাদক আব্দুজ জাহের সাজু,উপজেলা যুবলীগের আহবায়ক মেছবাহ উদ্দীন ভিপি হেলাল,আওয়ামীলীগ নেতা ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক ভুঁইয়া,রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটির সভাপতি রিয়াজ মাহমুদ বিনু প্রমুখঃ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।