বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক। তিনি বৃহস্পতিবার (২৮ মে) সকালে সদরের ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা মাঝেরপাড়া এলাকায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ভ‚খন্ডের এক খন্ড জমিও নদী গর্ভে বিলীন বা সীমানা হারিয়ে যেতে দেবো না। খুব দ্রুত এই ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার করা হবে। ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হবে। এসময় সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ রফিক উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের, পানি উন্নয়ন বোর্ড (পওর) বিভাগ সাতক্ষীরা ৩ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।