পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ওয়াহিদা, রবিউল
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আটক মালি রবিউল ইসলামকে আবারো তিন দিনের রিমান্ডে নিয়েছেন তদন্তকারী গোয়েন্দা পুলিশ। নিশ্চিত করেছে ডিবি’র পরিদর্শক ইমাম জাফর।
এর আগে ৬ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার জন্য আদালতে আনা হয়। নিয়ে যাওয়া হয় আমলি আদালত ৭ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগমের খাস কামরায়। এ ব্যাপারে কিছু না জানালেও নিয়ম অনুযায়ী আসামীকে ঠাÐা মাথায় চিন্তা করার জন্য সময় দেয়া হয়। দুপুর তিন টার দিকে ম্যাজিস্ট্রেট এর কাছে জবানবন্দি দেয়ার জন্য নেয়া হয়। এর আগে পুলিশের কাছে ১৬১ ধারায় হামলার কথা স্বীকার করে বলে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য প্রেস ব্রিফিং করে জানান। তার স্বীকারোক্তি মোতাবেক একটি থেকে ব্যবহৃত হাতুড়ি ও বিভিন্ন স্থান থেকে মইসহ অন্যান্য আলামত উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছিল।
যদিও রবিউলের শ্বশুর পেশায় শ্যালো মিস্ত্রি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, তার ব্যবহৃত দুটি হাতুড়ি পুলিশ নিয়ে গেছে। রবিউলের স্ত্রী জানায়, তাকে পুলিশ নিয়ে গিয়ে জোর করে হাতুড়ি নিয়ে যাওয়ার এবং হামলা ঘটনার পর ভোরেই ফিরে আসার জবানবন্দি দিতে বলেন। তার স্ত্রী রাজি হয়নি। সন্ধা সোয়া ৭টায় ডিবি পুলিশ সরাসরি আদালত থেকে নতুনভাবে তিন দিনের রিমান্ডে নিজেদের হেফাজতে নিয়ে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।