মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে তুরস্কের সাথে গ্রিসের বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে তুরস্ক নিজের অধিকার রক্ষার বিষয়ে দৃঢ়সংকল্প বলেও তিনি উল্লেখ করেন। তিনি জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেছেন। -পার্সটুডে
তিনি আরও বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর ইস্যুতে ন্যায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে আলোচনার মাধ্যমেই বিরোধের মীমাংসা হবে। এরদোগান বলেন, ইউরোপীয় দেশগুলোকে অবশ্যই ন্যায়সঙ্গত আচরণ করতে হবে এবং যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জাতীয় স্বার্থ রক্ষার নীতি বাস্তবায়নের কাজ এগিয়ে নেবে আঙ্কারা। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।