মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র পরিচালিত আবুধাবি বিনিয়োগ অফিস (এডিআইও) ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে তাদের শাখা খুলতে যাচ্ছে। বুধবার আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের বাইরে সংস্থাটির প্রথম শাখা হতে যাচ্ছে।
মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকরণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এডিআইও’র পক্ষ থেকে টুইটারে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আবুধাবিতে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনে সহায়তার লক্ষ্যে পরিকল্পিত আন্তর্জাতিক অফিসের নেটওয়ার্কের প্রথমটি খোলা হচ্ছে তেল আবিবে।’ প্রসঙ্গত, দুই সপ্তাহ আমিরাতের এডিআইও ও ইসরাইলের অর্থ মন্ত্রণালয়েন অধীন বিনিয়োগ সংস্থার মধ্যে আগে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতার বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছিল। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।