মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রতিদিন লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে আর মৃত্যুবরণ করছেন হাজারের বেশি মানুষ। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ভারতের সাধারণ মানুষ। কোনোভাবেই এই করোনা থেকে সেদেশের মানুষকে রক্ষা করতে পারছে না মোদি সরকার। একদিকে ঘরে ঘরে মানুষের কান্না অন্য দিকে অভাবে তাড়নায় গণহারে আত্মহত্যা করছে কৃষক। শুধু কৃষন নয় অনেক যুবকও আত্মহত্যার পথ বেঁচে নিচ্ছে।
এদিকে দিনের পর দিন যেন বেশি বিপর্যস্ত হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে লাখের কাছাকাছি মানুষ।
বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৮৯৪ জন। দেশটিতে একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
একই সময়ে মারা গেছেন এক হাজার ১৩২ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
ওয়ার্ল্ডোমিটার ইনফোর পরিসংখ্যান অনুসারে, দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়েছে; এর মধ্যে মারা গেছেন ৮৩ হাজার ২৩০ জন।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যার তালিকায় ভারতের অবস্থান এখন দ্বিতীয়। শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৮ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃতের তালিকাতেও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে মারা গেছেন দুই লাখেরও বেশি মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।