মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের দুই শতাধিক দেশে এই ভাইরাস তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে ভাইরাসটিতে বিশ্বজুড়ে ৩ কোটি ৩৬ হাজারের বেশি মানুষের দেহে। আর প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৯ লাখ ভুক্তভোগী। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের নাগরিক।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ৭ হাজার ৪৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৫ হাজার ৬০৭ জনে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে প্রাণহানি ঘটেছে ৬ হাজার ২২০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৪৪ হাজার ৭০৭ জনে ঠেকেছে। এছাড়া গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৬১ হাজার ৭০৭ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ছুঁই ছুঁই।
নভেল করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৮ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ১ হাজার ৩৪৮ জন ভুক্তভোগী।
সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৯৭ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ১৬ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৮৩ হাজার ২৩০ জনে ঠেকেছে।
তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ২১ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৪ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে।
রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ৯১৭ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮২৩ জনের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।