Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেঁয়াজের বাজারে অস্থিরতার দায় সরকার এড়াতে পারে না খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৩ পিএম

হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতার ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক বিবৃতিতে বলেছেন, ৩০ টাকা থেকে ৪০ টাকার পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকায় পৌঁছেছে। গত বছরের মত হঠাৎ করে পেঁয়াজের বাজারে অস্থিরতা ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। এদিকে বাংলাদেশি ব্যবসায়িদের ক্রয়কৃত হাজার হাজার ট্রাক পেঁয়াজ আটকে দিয়ে ভারত সরকার আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত নিয়ম নীতি লঙ্ঘন করেছে। একদিকে বাংলাদেশ থেকে স্বল্পমূল্যে ইলিশ দেয়া হচ্ছে ভারতকে অন্যদিকে ভারত বাংলাদেশি ব্যবসায়ীদের ক্রয়কৃত পেঁয়াজ আটকে দিলো। এটা কোন ধরণের বন্ধু রাষ্ট্র ? এটা কোনো রাষ্ট্রের আচরণ হতে পারে না। বর্তমান সরকারের বন্ধু ভারত যে বাংলাদেশের জনগণের কল্যাণ চায় না তা বারবার প্রমাণিত হচ্ছে। আর ভারতের পেঁয়াজ রফতানী বন্ধের খবর শুনেই যে সিন্ডিকেট বাংলাদেশের পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে তাদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। অতীতেও পেঁয়াজ, লবণসহ বিভিন্ন দ্রব্য নিয়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো কিন্তু সরকার এ বিষয়ে সজাগ না থাকায় এ বছর সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটলো। আসলে দলীয় লোকজন জড়িত থাকার কারণে সরকার সিন্ডিকেট ভাঙ্গতে পারছে না। বিবৃতিতে নেতৃদ্বয় পেঁয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে পেঁয়াজসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রæত কার্যকর পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানান। একইসাথে বাংলাদেশি ব্যবসায়িদের ক্রয়কৃত পেঁয়াজ আটকে দিয়ে ভারত সরকারের আন্তর্জাতিক বাণিজ্য নীতি লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ