বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে বিধবার দায়ের করা বনায়ন মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়ি উপজেলার আমতৈল থেকে তাকে গ্রেফতার করা হয়। একই মামলার অন্য চার আসামিকেও গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত অন্য চারজন হলেন,আলহাজ্জ নাজিমুদ্দিন,আ.মান্নান,দুদুমিয়া,তোতা মিয়া। গ্রেফতারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, উপজেলার আমতৈল গ্রামের মৃত: কাজিম উদ্দিনের স্ত্রী দেলকুশ অভিযোগ করেন, তার নামে বন বিভাগের বরাদ্দকৃত প্লট থেকে ৩ লাখ ৩০ হাজার টাকার বাঁশ ও গাছ কেটে নিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যরা। এ ঘটনায় ওই বিধরা শাহ আলম সাজুসহ ১১জনকে আসামি করে সখিপুর থানায় মামলা করলে পুলিশ ওই রাতেই শাহ আলমসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে।মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বিধবার নামে সামাজিক বনায়নের প্লট থেকে বাঁশ ও গাছ কাটার মামলায় শাহ আলম সাজুসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।