মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে সংযুক্ত আরব-আমিরাত এবং বাহরাইন ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণে চুক্তিতে সই করার মুহূর্তে ইসরাইলে হামাসের রকেট হামলার জবাবে এ হামলা চালায় বলে জানায় তেল আবিব। ইসরাইলি বাহিনী এবং অবরুদ্ধ গাজার হামাসের পাল্টাপাল্টি হামলায় আবারো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরে রকেট হামলা চালানো হয়। এতে দুই ইসরাইলি আহত হয়েছেন।
জবাবে বুধবারের প্রথম প্রহরে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান নিয়ে ঢুকে পড়ে ইসরাইলি বাহিনী। বেইত লাহিয়া দেইর আল-বালাহ’তে কয়েক দফা বিমান হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়, জানিয়েছে ফিলিস্তিনী গণমাধ্যম ওয়াফা।
ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় তারা প্রায় ১০টি বিমান হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে তেল আবিব দাবি করেছে, গাজার যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা এবং রকেট পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহৃত একটি কম্পাউন্ড রয়েছে।
বুধবার ইসরাইলকে সতর্ক করে হামাস জানিয়েছে, সাধারণ ফিলিস্তিনিদের উপর কোন ধরনের হামলা হলে ইসরাইলকে চড়ামূল্য দিতে হবে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় কোন হতাহতের খবর জানায়নি। সূত্র : রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।