Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্সফোর্ড ভ্যাকসিনের ইনহেলড ভার্সন ট্রায়ালে যাবে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ব্রিটিশ গবেষকরা বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ইনহেলড ভার্সন প্রার্থীদের শ্বাসনালীতে স্থানীয়ভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।

অক্সফোর্ড এবং ইম্পেরিয়াল ভ্যাকসিন উভয়ই ইনট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে পরীক্ষিত হচ্ছে, তবে ইম্পেরিয়ালের বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ইনহেলেশন দিয়ে দেয়া ভ্যাকসিন আরও বেশি বিশেষায়িত প্রতিক্রিয়া সরবরাহ করতে পারে।

ইম্পেরিয়ালের সংক্রামক ব্যাধি বিভাগের বিভাগের ক্রিস চিউ বলেছেন, নাকের স্প্রে দিয়ে দেয়া ফ্লু ভ্যাকসিন এ রোগের সংক্রমণ থেকে রক্ষা ও হ্রাস করতে পারে এমন প্রমাণ রয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘সার্স-কোভি-২-এর ক্ষেত্রেও এটি ঘটতে পারে কিনা, শ্বাসনালীর কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ নিরাপদ কিনা এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে কিনা তা অনুসন্ধানে আমরা আগ্রহী’।

পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে অনুমতি লাভ করে অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষা সপ্তাহান্তে আবার শুরু হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সারা গিলবার্ট বলেন, ‘আমরা ইতোমধ্যে দেখিয়েছি যে, অক্সফোর্ড ভ্যাকসিন নিরাপদ এবং ইন্ট্রামাসকুলার ইনজেকশনের পরে শক্ত প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলে’।

এর পরিবর্তে শ্বাসনালীর কাছে ভ্যাকসিন সরবরাহ করা বায়ুবাহিত ভাইরাসের সংস্পর্শে যাওয়ার পরে দ্রুত প্রতিক্রিয়া সক্ষম করার জন্য সবচেয়ে ভাল জায়গায় প্রতিরোধের প্রতিক্রিয়া প্ররোচনার জন্য একটি ভাল পদ্ধতির হতে পারে ।

একেবারেই প্রাথমিক পর্যায়ের হলেও ইম্পেরিয়ালের ভ্যাকসিনটি ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে। ভ্যাকসিনের নতুন পরীক্ষায় স্বেচ্ছাসেবীরা একটি নেবুলাইজারের মাধ্যমে এয়ারসোলাইজড ভ্যাকসিন গ্রহণ করতে দেখবেন, যা মুখের মাধ্যমে টিকাটি বায়ুর ফোঁটা হিসাবে বিতরণ করে। পরীক্ষায় মোট ৩০ জনকে নিয়োগ দেয়া হবে।

ইম্পেরিয়ালের গবেষকরা বলেছেন, পূর্ববর্তী গবেষণা থেকে প্রতীয়মান হয় যে, সুরক্ষা দেয়ার জন্য ইন্ট্রামাসকুলার ইনজেকশনের চেয়ে কম ডোজ প্রয়োজন হতে পারে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ