পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
করোনার প্রাদুর্ভাবে অধিকাংশ নিম্বআয়ের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তার মধ্যে নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া। নিস্নআয়ের মানুষের এত চড়া দামে নিত্যপণ্য কিনে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হাজারো সিন্ডিকেটের বেড়াজালে প্রতিনিয়ত এসব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আবারও লক্ষ করা যাচ্ছে, বাজারে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান করছি, এই সমস্ত সিন্ডিকেট চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যেই প্রতিবেশী দেশ ভারত পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। ফলে পেঁয়াজের দাম গত বছরের মতো সীমা ছাড়িয়ে যেতে পারে। তাই, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে ব্যবস্থা গ্রহণ করুন।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।