বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পেঁয়াজের দাম। ভারত রপতানি বন্ধ করে দিয়েছে এই খবরের সঙ্গে সঙ্গে পেঁয়াজের বাজার গরম হতে শুরু করে। হিলিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন পেঁয়াজ আমদানিকারকরা, এমনটিই বলছেন হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, আগের দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে। তা ৪০ থেকে ৪২ টাকা দামে বাজারে বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা। আজ সকালে ছিল ভিন্নচিত্র। পাইকারি বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেছেন ৬০ টাকায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।