পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত কয়েকবছর ধরে ভারত বাংলাদেশের সঙ্গে পেঁয়াজ নিয়ে এক ধরণের খেলায় মেতেছে। আগাম কোনো ঘোষণা ছাড়াই মাঝে মধ্যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় আর এতে করে দেশের বাজারের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে।
ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ নিয়ে এক পাঠক আবদুর রহিম আবু আনাস পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন, কারণ, ‘‘ভারত গরু রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশে অসংখ্য গরুর ফার্ম গড়ে উঠেছে, বিশাল কর্মসংস্থান হয়েছে৷’’
তবে পাঠক রিয়াজুল রেজা মনে করেন, ‘‘পূর্ব সিদ্ধান্ত ছাড়া বিনা নোটিশে বেনাপোল সীমান্তে পেঁয়াজের গাড়ি আটকে দেয়া কোনো প্রকার আন্তর্জাতিক বিজনেস পলিসিতে পড়ে না৷’’
এই প্রশ্ন এক পাঠকের৷ ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ এবং বাংলাদেশে পেঁয়াজ সংকট নিয়ে আরো মন্তব্য এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷
আরেক পাঠক ফুয়াদ রহমান পেঁয়াজের মূল্য বাড়ার জন্য সংশ্লিষ্টদের করে লিখেছেন, ‘‘গত বছর ভারত আগাম ঘোষণা ছাড়া পেয়াঁজ রপ্তানি বন্ধ করার পরও কেন বাংলাদেশকে শুধু ভারতের আশায় বসে থাকতে হবে?’’
পাঠক নিজামউদ্দিনের প্রশ্ন, ‘‘বাংলাদেশ এভাবে কতবার পেঁয়াজের জন্য অপ্রস্তুত থাকবে?’’ তবে রাশেদ জামান কিন্তু বাংলাদেশের জন্য এটাকে ইতিবাচক মনে করছেন৷ তিনি লিখেছেন, ‘‘কয়েক বছর কষ্ট করলে ভারতের উপর বাংলাদেশের নির্ভরতা কমবে, দেশে পেঁয়াজ উৎপাদন বাড়বে এবং কৃষকও ন্যায্য দাম পাবে৷’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।