Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্লি হেবদোকে আল কায়েদার হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ২০১৫ সালের মতো আরেকটি হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ফরাসি ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদোকে হুমকি দিয়েছে আল কায়েদা। শুক্রবার সাইট অবজারভেটরি এ খবর দিয়েছে। পাঁচ বছর আগে রম্য সাময়িকীতে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর হেবদোর কার্যালয়ে বন্দুকধারীরা আক্রমণ চালায়। তাতে সম্পাদক ও তিন কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। এই হত্যায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনের বিচার শুরু হয়েছে গত সপ্তাহে। বিচারের আগেই হঠাৎ করে ফের মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে পত্রিকাটি। আল কায়েদা প্রকাশনার ইংরেজি সংস্করণে তাদের হুমকি দেওয়া হয়েছে। নাইন ইলেভেনে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর হামলার ১৯তম বর্ষপূর্তিতে তারা এমন মন্তব্য করেছে। ‘একই বার্তা’ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখাঁকেও দেওয়া হয়েছে, ঠিক যেমন ২০১৫ সালের ওই হত্যার আগে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস হলান্ডকে দেওয়া হয়েছিল। তারা বলেছে, মহানবীকে ব্যাঙ্গ করে কার্টুন পুনরায় ছাপাতে সবুজ সংকেত দিয়েছেন ম্যাখোঁ। সাইট অবজারভেটরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-কায়েদা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ