Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাবানলে ২৪ জনের প্রাণহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এসময় বহু ঘরবাড়ি পুরো ও সম্পদের ক্ষতি হয়েছে। ঘর ছাড়তে হয়েছে লাখ লাখ মানুষকে। খবরে বলা হয়েছে, প্রায় ৭ হাজার স্কয়ার মাইল এলাকাজুড়ে ১০০টির বেশি বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে ২০ হাজার দমকলকর্মী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আবহাওয়া কিছু ঠান্ডা হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তাতেই কিছুটা আশার আলো দেখছে স্থানীয়রা। কিন্তু ক্যালিফোর্নিয়া, ওরিগন ও ওয়াশিংটনে দাবানলের তান্ডব অব্যাহত রয়েছে। মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে শুক্রবার জানিয়েছে, মৃত্যু হওয়া ২৩ জনের মধ্যে ১৯ জনই ক্যালিফোর্নিয়ার। বাকি তিন ওরিগনে ও একজন ওয়াশিংটনে মারা গেছে। ওরিগনের জরুরি ব্যবস্থাপনা অফিসের পরিচালক অ্যান্ড্রু ফেলপস বলেছেন, আমরা যতটুকু জানতে পেরেছি এবং যে পরিমাণ স্থাপনার ক্ষতি হয়েছে তাতে আরও মৃত্যু হতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সতর্ক করে দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। যেসব এলাকায় দাবানল তান্ডব চালিয়েছে সেখানকার আকাশ এখন কিছু পরিষ্কার হয়ে এসেছে। ইউএস টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাবানল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ