Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ক্লাবের আধিপত্য বিস্তার, সখিপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সভাপ‌তি গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৫৯ পিএম

টাঙ্গাইলের সখিপুরে লোকাল ব‌য়েজ ক্লা‌বের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি ম‌নোয়ার হো‌সেন অন্তর‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার রা‌তে পৌরসভার ৫নং ওয়া‌র্ডের বাসা থে‌কে পুলিশ তা‌কে গ্রেফতার ক‌রে। প‌র্নোগ্রা‌ফি মামলায় তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে প‌ু‌লিশ জানায়। শুক্রবার সকা‌লে পাঁচ‌দি‌নের রিমান্ড চে‌য়ে তা‌কে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।জানা যায়, গত ২ সেপ্টেম্বর রা‌তে নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদ‌কে অপহরণ ক‌রে ব‌নের ভেতর নি‌য়ে যায় মু‌খোশধারীরা। সেখা‌নে আ‌গের পু‌র্নোগ্রা‌ফি মামলার বাদী সুমন‌কে মামলা তু‌লে নেওয়ার চাপ দেয় তারা। মামলা তু‌লে নি‌তে রা‌জি না হওয়ায় সুম‌নের মাথার চুল কে‌টে দি‌য়ে মু‌খে কা‌লি মে‌খে দেওয়া হয়।এ ঘটনায় সখিপুর থানায় অপহরণ ও পু‌র্নোগ্রা‌ফি আই‌নে দুইজ‌নের নাম উ‌ল্লেখসহ অজ্ঞাত ছয়জন‌কে আসা‌মি ক‌রে মামলা করে সুমন। প‌রে পু‌লিশ জু‌নিয়র স্টার ব‌য়েজ ক্লা‌বের সাধারণ সম্পাদক ডিএম সুপ্ত‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে পাঠায়। ওই মামলার তদ‌ন্তে ম‌নোয়ার হো‌সেন অন্ত‌রের সম্পৃক্ততা পাওয়ায় বৃহস্পতিবার তা‌কে গ্রেফতার করে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার উপ-প‌রিদর্শক আ‌জিজুল ইসলাম ব‌লেন, মামলার তদ‌ন্তে ম‌নোয়ার হো‌সেন অন্ত‌রের জ‌ড়িত থাকার সত্যতা পাওয়ায় তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তার না‌মে থানায় আ‌রো দু‌টি মামলা র‌য়ে‌ছে। পাঁ‌চদি‌নের রিমান্ড চে‌য়ে আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।বিজ্ঞ আদালতে রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। সখিপুর থানার অফিসার ইন-চার্জ(ওসি)মো. আ‌মির হে‌সেন ব‌লেন, লোকাল ব‌য়েজ ক্লাব ও স্টার ব‌য়েজ ক্লা‌বের আ‌ধিপত্য বিস্তা‌রের বি‌রোধের জের ধ‌রে নানা অপরাধ সংঘ‌টিত হ‌চ্ছে। মামলার তদ‌ন্তে অন্ত‌রের নাম উ‌ঠে আসায় তা‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। ত‌বে অন্ত‌রের প‌রিবা‌রের সদস্য‌দের দা‌বি নৃত্য‌শিল্পী নির্যাত‌নের ঘটনায় সে জ‌ড়িত নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ