Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারের দুই সৈনিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আহবান দুই ব্রিটিশ এমপির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৯ পিএম

আইসিসিতে স্বীকারোক্তি দেয়া মিয়ানমারের দুই সেনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আহবান জানিয়েছেন দুই ব্রিটিশ এমপি। ব্রিটেনের রাইটস অব রোহিঙ্গা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের কো-চেয়ার রুশনারা আলী এমপি ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী এমপি জেরেমি হান্ট এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান।
প্রকাশ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই দুই সৈন্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, ও জুরিসডিকশন থাকলে, গণহত্যার অপরাধে এখনই অভিযোগ গঠনের বিষয়ে আইসিসি কৌঁসুলিদের প্রতি আহ্বান জানাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) জ নাইং তুন ও ম্যো উইন সরাসরি রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তির পরেও গ্রেপ্তার না হয়ে আইসিসির হেফাজতে রয়েছে। বিবৃতিতে তারা বলেন, যারা এই হত্যাযজ্ঞে অংশ নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ হওয়া উচিৎ। এ কারণেই আইসিসি সৃষ্টি হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ