Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুর হাসপাতালের ৪টি কোয়াটারে দিনের বেলায় চুরি!

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৬:০১ পিএম

আজ বৃহস্পাতিবার বেলা (আনু মানিক) ২ টার সময়, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিতরে ডাক্তার ও নার্সের জন্য ব্যবহৃত ৪টি কোয়াটারে ডাক্তারেরা হাসপাতালে জরুবি বিভাগে দায়িত্ব পালন করার সুযোগ নিয়ে চোরেরা মেডিকেল অফিসার ডাঃ খুদে শাহ, ডাঃ আলী হোসেন, মেডিকেল এসিষ্টান রোকন উদ্দিন ও নার্স রুবিনা আকতারের কোয়াটারের সদর দরজাও ঘরের তালা ভেংগে ভিতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা সহ (প্রায়) লক্ষাধিক টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্ক পঃ পঃ কর্মকতা ডাঃ সোলাইমান মেহেদি জানান, ডাক্তার ও নার্স গন সে সময় হাসপাতালের জরুবি বিভাগে দায়িত্ব পালন করছিলেন। এই সুযোগ চোরারা কোয়াটারের গ্রীলের তালাও সদর দরজার তালা ভেঙ্গে দুপুরের কোন এক সময়(প্রায়) লক্ষাধিক টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।এব্যাপারে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, হাসপাতালের কোয়াটারের চুরির সংবাদ পেয়ে ঘটনা স্থাল পরিদশন করে চুরির ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ