Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই খুন, বড় ভাই আটক!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১:০৮ পিএম

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় আপন বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই মিজান (৩৮) খুন হয়েছে। সে কাশেমপুর মৃত আহম্মদ আলীর ছেল। এঘটনায় বড় ভাই দুলাল কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউপির কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানাগেছে, সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এমন সময় বড় ভাই দুলাল তার ছোট ভাই মিজানের মাথায় ইট দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।পরে স্থানীয়রা এসে গুরত্বর আহত আবস্থায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে লালপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানায়, 'ঘটনাস্থল পরিদর্শ করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের ভাইকে জিজ্ঞাসবাদের জন্য থানায় আনা হয়েছে।'
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ