Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় বিশেষ অবদানে চার চিকিৎসককে স্বর্ণপদক দিলেন শি জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৪ পিএম

চীনে করোনায় বিশেষ অবদানে চার চিকিৎসককে স্বর্ণপদক দিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।শি জিনপিং বলেন, কোভিড মহামারীর দাপটে বিশ্ব অর্থনীতিতে ভাঙন ধরলেও চীন দ্রুত তা মোকাবেলা করতে সমর্থ হয়েছে। একই সঙ্গে শি তার দেশে এ ভাইরাস সংক্রমণও প্রায় নির্মূল বলে দাবি করেন। -সিনহুয়া

দেশটির রাজধানী বেইজিংয়ে গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বাণিজ্য মেলায় কোভিড ভ্যাকসিনের প্রদর্শনী চলছে। কোভিড যোদ্ধা হিসেবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে সংবর্ধনা। মাস্ক ও সামাজিক দূরত্ব মেনেই শতাধিক সমাবেশের আয়োজন করা হয়। চীনের প্রবীণ জনপ্রিয় চিকিৎসক ৮৩ বছরের ঝং নানশানকে স্বর্ণপদক দেন শি। বাকি তিনজনের মধ্যে একজন উহান হাসপাতালের প্রধান বায়োকেমিক্যাল সায়েন্টিস্ট চেন উই। এ মাসের শুরুতেই চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছিল, কোভিড সংক্রমণ সেরে ওঠার পরেও রোগের উপসর্গ দেখা দিচ্ছে শরীরে। এমনকি চীনে দু’জনের শরীরে ভাইরাসের ‘রিইনফেকশন’ ধরা পড়ে।

ভাইরাসের সংক্রমণে ৮০ শতাংশ বেশির রোগীর ফুসফুসের অবস্থা বেহাল। সুস্থ হলেও কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে অনেককেই। বেইজিংয়ে কোভিডের দ্বিতীয় হামলার খবরও পাওয়া যায়। কোভিড ভ্যাকসিন বাজারে আনতে রাশিয়ার সঙ্গে পাল্লা দিচ্ছে চীন।ক্যানসিনো বায়োফার্মাসিউটিক্যালকে ভ্যাকসিনের স্বত্ত্ব দিয়েছে চীন সরকার। চীনের সিনোভ্যাক ও সিনোফার্মও অতি দ্রুত ভ্যাকসিন বাজারে আনবে বলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ