মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজেরা তৈরি করতে না পারলেও করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে শত শত কোটি টাকা ব্যয় করবে জাপান। এজন্য সব কিছু করবে সে দেশের সরকার।
জানা গেছে, করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে জরুরি তহবিল থেকে জরুরি তহবিল থেকে ৬.৩ বিলিয়ন ডলার তথা ৬৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ের জন্য অনুমোদন দিয়েছে জাপান সরকার। মঙ্গলবার সরকার এই ব্যয়ের অনুমোদন দেয় বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের রবাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝির দিকে তারা দেশের প্রত্যেক নাগরিকের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করবে এবং ভ্যাকসিন ফ্রিতে সরবরাহ করা হবে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কয়টি দেশ সাফল্যের পরিচয় দিয়েছে জাপান এর মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১ হাজার।
মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৩। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ৫০০ এর বেশি মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।