Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি প্রাণ দিতেও রাজি আছি: কঙ্গনা রানাউত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৮ পিএম

সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেছেন রাজ্য সরকারের সাংসদ সঞ্জয় রাউত। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে 'হারামখোর মেয়ে' বলে আখ্যা দিয়েছেন তিনি। মূলত এরপরই তাদের দু'জনের মধ্যে পাল্টাপাল্টি তড়জা শুরু হয়ে গিয়েছে।

তবে চুপ থাকার পাত্রী নন কঙ্গনা, সেকথা ইতোমধ্যে অনেকেই জেনে গেছেন। অভিনেত্রীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে তুলোধুনো করে ছাড়েন। এর আগে এক টুইট বার্তায় নায়িকা লেখেন, 'চলতি মাসের ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে যাচ্ছি। কারো বাবার ক্ষমতা থাকলে আটকে দেখান।'

সেই চ্যালেঞ্জ মনে করিয়ে সঞ্জয় রাউতের উদ্দেশ্যে একটি ভিডিও নিজের টুইটারে শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে তিনি সঞ্জয়ের নাম উল্লেখ করে বলেন, 'আমি কখনোই মুম্বাই কিংবা মহারাষ্ট্রকে অপমান করিনি। তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন।'

ভারত ও মারাঠিদের সংঘর্ষের প্রসঙ্গে টেনে তিনি এও বলেন, 'আমি ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে আসছি। আপনারা আমাকে মেরে ফেলবেন, আমার মুখ ভেঙ্গে দিবেন। ভারতের মাটি বীরদের রক্তে অর্জিত। প্রয়োজনে আমি প্রাণ দিতেও রাজি আছি।'

কঙ্গনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। তাকে অপমানের জেরে সঞ্জয়ের বিরুদ্ধে গর্জে উঠেছেন বলিউডের একাংশ। এমনকি সঞ্জয়কে তার ভুলের জন্য ক্ষমা চাইতেও বলা হয়েছে। তবে এই শিবসেনা সাংসদ তার মন্তব্যে অনড় রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ