Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন কঙ্গনা রানাউত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২০, ৬:৪০ পিএম

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনয়ের পাশাপাশি তিনি যে চলচ্চিত্রও পরিচালনা করেন, সে কথা হয়তো অনেকেরই অজানা! অনেক আগেই 'মনীকর্ণিকা' সিনেমাতে সহকারী পরিচালকের আসনে বসেছেন নায়িকা। কিন্তু এবার সম্পূর্ণরূপে পরিচালক ও প্রযোজক হিসেবে বি-টাউনে নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন এই চিত্রতারকা।

সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন, বাবরি মসজিদ নিয়ে যে মামলা ও ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে একটি সিনেমা তৈরী করবেন। এর নাম 'অপরাজিতা অযোধ্যা'।

এটা কোনও রাজনৈতিক কিংবা বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা নয়। এখানে শুধু ভালোবাসা, বিশ্বাস এবং ঐক্যের কাহিনি ফুটে তোলা হবে। যোগ করে বলেন অভিনেত্রী।

তিনি এও বলেন, আমি ছবিটি তৈরী করার জন্য মুখিয়ে আছি। তবে এবার আমি ক্যামেরার পেছনে থাকব। এই কাজটি দারুন স্পর্শকাতর। আর তাই ভালোবেসেই কাজটি করতে চাই।

'অপরাজিতা অযোধ্যা' সিনেমার চিত্রনাট্য লিখেছেন 'বাহুবলী' খ্যাত কে ভি বিজেন্দ্র প্রসাদ। মূলত তার চিত্রনাট্যে মুগ্ধ হয়েই চলচ্চিত্রটি নির্মাণের জন্য উদ্যোগি হয়েছেন কঙ্গনা। শোনা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই সিনেমাটির কাজে হাত দিবেন বলিউডের নবাগতা পরিচালক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা রানাউত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ