বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও পানি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সদর উপজেলার বড়দেশ্বরী এলাকায় টাঙ্গন নদীতে খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। গত শুক্রবার শেষ বিকেলে ওই মূর্তিটি উদ্ধার করে খনন কাজে নিয়োজিত শ্রমিকরা।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাঙ্গন নদীতে স্কেবেটর দিয়ে খনন করার সময় ওই মূর্তিটি মেশিনের লাগলে স্কেবেটর চালক ও শ্রমিকরা ওই মূর্তিটি পায় এবং গতকাল শনিবার সকালে তারা সেটি পানি উন্নয়ন বোর্ডে জমা দেয়। মূর্তিটির ওজন প্রায় ৫ কেজি। ২১নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকরা স্থানীয় এক লোকের সঙ্গে মিলে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়। খবর পেয়ে রাতে পুলিশ স্কেবেটর চালককে খুঁজতে থাকে। তারা রাতে আত্মগোপন করলে রুহিয়া থানার পুলিশ একজন শ্রমিককে আটক করে।
পরে অবস্থা বেগতিক দেখে তারা মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হাতে হস্তান্তর করে।
নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে প্রশাসকনকে পত্র দেয়া হয়েছে। আজ রোববার জেলা প্রশাসনের হাতে তুলে দেয়া হবে মূর্তিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।