নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
পুরুষ বিভাগে চার স্বর্ণ ও পাঁচ রৌপ্য আর নারী বিভাগে তিন স্বর্ণ ও দু’টি রুপা নিয়ে আন্ত:জেলা পুমসে তায়কোয়ান্ডোর সিনিয়র দু’বিভাগেই সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনটি স্বর্ণ ও চারটি রুপা এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার দু’টি স্বর্ণপদক জিতে রানার্সআপ হয়েছে। অন্যদিকে জুনিয়র যৌথ বিভাগে কুমিল্লা ছয়টি স্বর্ণ, একটি রৌপ্য ও চার ব্রোঞ্জপদক জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় সিরাজগঞ্জ চার সোনা, দুই রুপা ও ছয়টি ব্রোঞ্জ পেয়ে।
গতকাল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব দি ডিপার্টমেন্ট (গেমস এন্ড স্পোর্টস) এফ.এম ইকবাল-বিন আনোয়ার ডন। এ সময় বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।