Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেসবুকে অপপ্রচার বন্ধের দাবি

হিলিবন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ফেসবুক আইডিতে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন রাজ। গতকাল সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছিলাম। গত ৩ সেপ্টেম্বর মাছরাঙা টিভিতে বাংলাহিলি সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনকে কেন্দ্রে করে চাঁদাবাজির প্রতিবেদন প্রচার করে। উক্ত প্রতিবেদনে আমার নাম বা পদবী কোথাও তুলে ধরা হয়নি। কিন্তু সে দিন উক্ত ভিডিওটি লাল সবুজ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সে পোস্টে লিখা হয়েছে হিলিতে কামাল হোসেন রাজের নেতৃত্বে সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের চাঁদাবাজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেসবুক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ