Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুশান্ত-সারার প্রেম নিয়ে অজানা তথ্য ফাঁস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৫ পিএম

মাত্র ৩৪ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তবে তার মৃত্যুতে সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। একজন তরুণ অভিনেতার মৃত্যু ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দিয়ে যাবে, সেকথা হয়তো কেউই ভাবেননি।

সুশান্তের মৃত্যুর পর থেকে একের পর এক অজানা তথ্য প্রকাশ্যে আসছে। আর তাতেই সরগরম নেটদুনিয়া। সম্প্রতি সারা আলী খান ও সুশান্তের প্রেমের সম্পর্ক নিয়ে বোমা ফাটালেন অভিনেতার ফার্মহাউসের পরিচারক রইস।

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত 'কেদারনাথ' সিনেমায় জুটিবেঁধে অভিনয় করেন সুশান্ত-সারা। এরপরই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রইস জানিয়েছেন, '২০১৮ সালের শেষের দিকে সুশান্তের সঙ্গে ফার্মহাউসে যাতায়াত শুরু করেন সারা আলী। সেখানে সারা যখনই যেতেন ৩-৪ দিন কাটাতেন। এমনকি তাদের বহুল চর্চিত থাইল্যান্ড ট্রিপ শেষ করে ওই ফার্মহাউজে উঠেছিলেন। তারা ছাড়াও সেখানে আরও একজন ছিলেন বলে জানান রইস।'

রইসের কথায়, 'সারা ম্যাডাম খুবই ভালো মানুষ ছিলেন। ফার্মহাউজে যিনি রান্না করতেন তাকে 'মাসি' বলে সম্বোধন করতেন। আর আমাকে রইস ভাই বলতেন। সুশান্ত স্যারের সব কর্মচারীদের খুবই শ্রদ্ধা করতেন সারা ম্যাডাম।'

তিনি আরও বলেন, 'মনে আছে, ২০১৯ এর জানুয়ারিতে সুশান্ত স্যারের বন্ধু আব্বাস ভাই আমাকে ব্যাগ গোছাতে বলেন। জানুয়ারির ২১ তারিখে স্যারের জন্মদিন ছিলো। তাই আমাদের দমন ট্রিপে যাওয়ার কথা হচ্ছিলো। সারা ম্যাডামও যেতেন আমাদের সঙ্গে। তবে প্ল্যানটা ভেস্তে যায়।'

ওই সাক্ষাৎকারে রইস জানান, দমন ট্রিপ বাতিল হওয়ার পর আমরা গোয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ট্রিপও ক্যানসেল হয়ে যায়। এমনকি সুশান্ত স্যারের জন্মদিনও চলে যায়। স্যারের বন্ধুরা বলাবলি করছিলো, ওই ট্রিপেই নাকি সারা ম্যাডামকে প্রপোজ করতেন সুশান্ত স্যার। সেজন্য একটা দামি উপহারও কিনেছিলেন। যদিও ফেব্রুয়ারির পর ম্যাডাম আর ফার্মহাউজে আসেননি বলেও মন্তব্য করেন রইস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ