প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। সাত বছরের ক্যারিয়ারে ১০ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনয় দক্ষতায় অল্পদিনে দর্শক জনপ্রিয়তার শীর্ষ আরোহন করেছিলেন। কিন্তু তার স্টারডমের যাত্রাটা খুব সহজ ছিলো না।
সুশান্তের যাত্রা শুরু হয়েছিলো ছোটপর্দা দিয়ে। মূলত বলিউডের প্রযোজনা সংস্থা বালাজির কর্ণধার একতা কাপুরের হাত ধরেই ছোটপর্দায় পা রাখেন তিনি। ২০০৯ সালে 'পবিত্র রিশতা' ধারাবাহিকে অভিনয় করেন দর্শকপ্রিয়তা পান প্রয়াত এই অভিনেতা।
এবার সুশান্তের মৃত্যুর পর প্রশ্ন উঠালেন সংগীতশিল্পী মিকা সিং। শিল্পীর দাবি, সুশান্তকে প্রথম সুযোগ করে দিয়েছিলো একতা কাপুর। আর অভিনেতার মৃত্যুর পর কিভাবে একতার বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়তে পারেন সবাই বলেও প্রশ্ন তোলেন এই সংগীতশিল্পী।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মিকা সিং। যেখানে তাকে বলতে দেখা যায়, একতা কাপুর যিনি সর্বপ্রথম টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিশতা'তে প্রধান চরিত্রে সুশান্তকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। সেই একতার বিরুদ্ধেই কিভাবে অভিনেতার আত্মহত্যার জন্য দায়ী করা হয়? তাহলে কি তাকে সুযোগ দিয়ে ভুল করেছেন একতা বলেও প্রশ্ন তুলেন এই সংগীতশিল্পী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।