Inqilab Logo

মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেলানিয়া ও ইভাঙ্কা সম্পর্কে বই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

নির্বাচনী গরম হাওয়ার মাঝে মেলানিয়া ট্রাম্পকে নিয়ে প্রকাশ হলো বই। সৎ মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডির শীতল সম্পর্কের চলমানকে চর্চাকে আরেকটু উসকে দিলো এ প্রকাশনা। মঙ্গলবার বাজারে আসা বইটির নাম ‘মেলানিয়া অ্যান্ড মি : দ্য রাইজ অ্যান্ড ফল অব মাই ফ্রেন্ডশিপ উইথ দ্য ফার্স্ট লেডি’, লিখেছেন স্টেফানি উইনস্টন ওলকফ। ‘ভোগ’ পত্রিকার সাবেক ইভেন্ট ম্যানেজার স্টেফানি এক সময় মেলানিয়ার বান্ধবী ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০১৮ সালে ওই অনুষ্ঠান নিয়ে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর থেকে সম্পর্ক নষ্ট হয়। স্টেফানির বই দাবি করছে, মেলানিয়া নিজের গুরুত্ব ও ক্ষমতা বজায় রাখার ব্যাপারে যথেষ্ট আগ্রাসী। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের ছবিতে ইভাঙ্কাকে যাতে বেশি দেখা না যায়, তার যাবতীয় পরিকল্পনা মেলানিয়া ও স্টেফানি মিলেই করেছিলেন। আরও দাবি করেন, মেলানিয়া আড়ালে সৎ মেয়েকে কটাক্ষ করে উল্লেখ করতেন ‘রাজকুমারী’। ইভাঙ্কা ও জ্যারেড কুশনার জুটিকে তিনি ‘সাপ’ ছাড়া কিছু ভাবতেন না। কিছুদিন আগেই ট্রাম্পের ভাইঝি মেরি এল ট্রাম্প ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ’ বইয়ে তার পরিবারের অভ্যন্তরীণ জটিলতার অনেকটা ফাঁস করেন। এবার তীর ছুড়লেন স্টেফানি। অন্যদিকে মেলানিয়ার বর্তমান মুখপাত্রের নামও স্টেফানি। স্টেফানি গ্রিশামের দাবি, নতুন বইটি স্রেফ প্রতিহিংসা থেকে লেখা। কিন্তু প্রথম দিন থেকেই বাজারে যে বেশ আলোচনা তৈরি করেছে ‘মেলানিয়া অ্যান্ড মি’। অনলাইনে উঠে এসেছে বেস্টসেলারের তালিকায়। সিএনএন, সিটিভি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বই

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ