Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে নিরাময় কেন্দ্রের কর্মচারীদের নির্যাতনে মাদকাসক্ত যুবকের মৃত্যু ?

পরিচালকসহ ৫ জন গ্রেফতার

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫৩ পিএম

জোরপূর্বক বরিশাল মহানগরীর একটি কথিত মাদক নিরাময় কেন্দ্রে নেয়ার চেষ্টকালে ধস্তাধস্তিতে নিহত হয়েছে সুমন খান নামে ৩০ বছরের মাদকাসক্ত এক যুবক। বুধবার রাতে নগরীর রূপাতলীতে বেতার কেন্দ্র সংলগ্ন নিহত সুমনদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিরাময় কেন্দ্রের পরিচালক সহ ৫ জনকে স্থানীয় জনতা আটক করে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। মাদকাসক্ত সুমনকে নির্যাতন করে হত্যার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। গ্রেফতারকৃতরা হচ্ছে- ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক বাপ্পী সিকদার (৩০), কর্মচারী রায়হান (২০) ও রাব্বী (২০) এবং প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক উজ্জল সমাদ্দার (৩০), মো. বায়েজিদ (২২)।

নিহত সুমন খান রূপাতলীর মৃত ছাত্তার খানের ছেলে। একসময়ের মাইক্রোবাস চালক সুমন মাদকাসক্ত হয়ে গত ৩/৪ বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।

সুমনের মা খাদিজা বেগম সাংবাদিকের জানান, গত ৩/৪ বছর সুমন মাদকাসক্ত ও অসুস্থ। এর আগেও একবার বাড়ির অদুরে ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রে তাকে রাখা হয়েছিল। বুধবার বিকালে পুনরায় সুমন টাকার জন্য তাকে মারধর ও বাসার আসবাপত্র ভাংচুর করে। এসময় সুমনের অন্য দুই ভাই তাকে নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সেখানে খবর পাঠায়।

খাদিজা বেগমসহ পরিবারের অন্যদের অভিযোগ, নিরাময় কেন্দ্রের লোকজন এসে সুমনকে বুঝিয়ে নেবার চেষ্টা না করে তার সঙ্গে জবরদস্তি করতে থাকে। তাকে টানা হেচরা করে ঘর থেকে উঠানে বের করে নিয়ে আসে। এসময় ২/৩ জন সুমনের বুকের ওপর চেপে বসে। সে অজ্ঞান হয়ে পড়লে দ্রুত শের এ বাংলা চিকিৎসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পর ওই বাড়িতে আসা মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক বাপ্পি সহ ৫ জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। কোতোয়ালী থানার এসআই মো. আসাদ বলেন, মৃত সুমনের ভাই সুলতান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া ৫ জনকে ওই মামলায় গ্রেফÍার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 



 

Show all comments
  • Bivash mitra ১১ নভেম্বর, ২০২০, ৯:৫৬ পিএম says : 0
    আমি বিভাষ মিএ, উপজেলা আগৈলঝাড়ায়, আমার মন্তব্য এইযে, বরিশালে কোন ভালো ডাক্তার যে মাদক সমন্ধে ভলোধারনা আছে ,, এবং তার সাথে যোগাযোগ করার মত নাম্বার টা দিতেন তাহলে আপনাদের কাছে বড় উপকৃত হতাম এবং তা যদি একটু তাড়াতাড়ি সম্ভব হতো ,, দয়া করে একটু জানাবেন,,,
    Total Reply(0) Reply
  • Bivash mitra ১১ নভেম্বর, ২০২০, ৯:৫৮ পিএম says : 0
    আমি বিভাষ মিএ, উপজেলা আগৈলঝাড়ায়, আমার মন্তব্য এইযে, বরিশালে কোন ভালো ডাক্তার যে মাদক সমন্ধে ভলোধারনা আছে ,, এবং তার সাথে যোগাযোগ করার মত নাম্বার টা দিতেন তাহলে আপনাদের কাছে বড় উপকৃত হতাম এবং তা যদি একটু তাড়াতাড়ি সম্ভব হতো ,, দয়া করে একটু জানাবেন,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ