গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পরিবাগে ছুরিকাঘাতে আহত মিজানুর রহমান ডন (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার সকালে বাংলামোটরে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ৩০ আগস্ট ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তিনি।
রমনা থানার এসআই শহিদুল ওসমান মাসুম জানান, গত ৩০ আগস্ট তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্বজনরা পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
তিনি আরো জানান, দোকানে বাকি খাওয়া কেন্দ্র করে পরিবাগ বিটিসিএল অফিসের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন তার স্বজনরা। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। এখন ওই মামলাটি হত্যা মামলা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।