Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৬ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আমেরিকা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালাচ্ছে তা ব্যর্থ হবে। গতকাল মঙ্গলবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের ছাত্রদের অধিবেশনে বক্তৃতা দেয়ার সময় ল্যাভরভ একথা বলেন।

তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা তার সমস্ত অধিকার হারিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হেরে গিয়ে আমেরিকায এখন জটিল এবং স্পর্শকাতর অস্ত্র ব্যবহারের চেষ্টা করছে যা স্ন্যাপব্যাক ম্যাকানিজম নামে পরিচিত। যদিও এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের মাধ্যমে স্ন্যাপব্যাক ম্যাকানিজমকে অনুমোদন দেয়া হয়েছে তবে এই অস্ত্র শুধুমাত্র তখনই ব্যবহার করা যাবে যখন ইরান পরিপূর্ণভাবে পরমাণু সমঝোতা মেনে না চলবে। কিন্তু এখনও সেরকম পরিস্থিতি তৈরি হয় নি।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিচ্ছে আমেরিকা। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার সম্ভাব্য একতরফা ব্যবস্থা এবং হুমকির কঠোর সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ