পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বান্দরবানের লামায় বন্যহাতির হামলায় আশ্রাফিয়া বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এসময় বন্যহাতি কৃষকের ৪টি বসতঘরও ভাঙচুর করে। গতকাল ভার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি আদারী জামালপুর গ্রামের হিমছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আদারী জামালপুর গ্রামের বাসিন্দা সাহব আলী তালুকদারের স্ত্রী। বর্তমান হাতিগুলো সরই ইউনিয়নের সীমান্তবর্তী টংগাবতী পাহাড় অবস্থান করায়, যে কোন সময় আবারও হামলা করে জান মালের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্ আলম বলন, গত কয়ক দিন ধরে ১০/১২টির একটি বন্য হাতির পাল একের পর এক ঘরবাড়ি ভাঙচুর করে। মঙ্গলবার ভোর রাতে হামলা চালিয়ে সাহেব আলীর স্ত্রীকে আছেড় মারলে বৃদ্ধা মৃত্যু হয়।
এ বিষয় লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলন, বন্যহাতির হামলায় এক বদ্ধা নিহত ও বসতঘর ভাঙচুরের ঘটনা শুনেছি। ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ পাবেন। পাশাপাশি এলাকাবাসীর সহায়তায় হাতিগুলোকে পাহাড় সরানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।