Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি ছাড়া বার্সার অনুশীলন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইউরোপে তো বটেই, ক্লাব পর্যায়ে গোটা বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর ম্যাচ হিসেবে পরিচিত ‘এল ক্লাসিকো’। সেখানে মুখোমুখি হয়ে থাকে দুই চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে লা লিগায় তাদের প্রথম লড়াইটি হবে ক্যাম্প ন্যুতে। গতপরশু নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের ২০২০-২১ মৌসুমের স‚চি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুর ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। ফিরতি পর্বে আগামী ১১ এপ্রিল রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে দল দুটি।
লা লিগার ৯০তম মৌসুম শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। প্রতিযোগিতাটির পর্দা নামবে আগামী বছরের ২৩ মে। প্রথম রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের সফলতম ক্লাব রিয়ালের নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে খেলার কথা ছিল। নবাগত এলচেকে আতিথ্য দিয়ে আসর শুরু করার কথা ছিল বার্সেলোনার। তবে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তুলনাম‚লক বেশি দিন টিকে থাকার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দল দুটিকে।
নতুন মৌসুমে রিয়ালের প্রথম ম্যাচ আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। বার্সার প্রথম ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে, আগামী ২৭ সেপ্টেম্বর। শেষ (৩৮তম) রাউন্ডে এইবারের মুখোমুখি হবে বার্সা। রিয়াল খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।
নতুন মৌসুমকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে স্প্যানিশ ফুটবলের বড় দুই দল। তবে বার্সা শিবিরে অস্বস্তি বাড়ছেই। করোনাভাইরাস পরীক্ষায় অনুপস্থিত থাকা লিওনেল মেসি আসেননি বার্সার অনুশীলনেও। তাকে ছাড়াই ২০২০-২১ মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কাতালান দলটি।
নতুন কোচ রোনাল্ড কোম্যান প্রথম দিনে মাঠে পেয়েছেন ১৯ ফুটবলারকে। পুরনো ঠিকানা সেভিয়ায় ফিরে যাওয়ার পথে থাকা ইভান রাকিতিচ ক্লাবের অনুমতি নিয়েই ছিলেন না অনুশীলনে। জেরার্ড পিকে, লুইস সুয়ারেস, উসমান দেম্বেলে, নেতো, জর্ডি আলবা, সার্জিও রবের্তো, আর্তুরো ভিদাল, রাফিনিয়ো, সার্জিও বুসকেতসের মতো পরিচিতদের প্রায় সবাই ছিলেন।
২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে মেসির। তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ব্যবধানে হারের পর গত ২৫ আগস্ট এক ফ্যাক্স বার্তায় ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
মেসির রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো। তবে, চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতে দল ছাড়তে চাইছেন মেসি। ক্লাবের মতে অবশ্য সে সময় পেরিয়ে গেছে এবং এই গ্রীষ্মেই চলে যেতে তাকে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। দুই পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমস্যার সমাধান শেষ পর্যন্ত হতে পারে আদালতে।

 



 

Show all comments
  • এমডি রায়হান ২ সেপ্টেম্বর, ২০২০, ১:৫১ এএম says : 0
    বার্সেলোনা ক্লাব আর মেসির যোগ্য নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুশীলন

১৭ এপ্রিল, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
৭ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ