Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পশ্চিমাদের ফ্যাসিবাদী অনুশীলন মেনে নেয়া যায় না : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০৭ এএম

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর মধ্যে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে। নানান নিষেধাজ্ঞা দিয়েও রুশ অভিযান ঠেকানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। খবর আনাদোলুর। তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৪ সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া। পরে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম? ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে। ইউক্রেনের বৈধ সংগ্রামের সমর্থন করে এরদোগান বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব ফ্যাসিবাদী অনুশীলন করছে আমরা তার পক্ষে নই। এটাও মেনে নেওয়া যায় না। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। অষ্টমবারের মতো অয়োজিত ইস্তাম্বুল মধ্যস্থতা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু এমন মন্তব্য করেন। এ সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এমনকি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। ওই সম্মেলনে মওলুদ চাভুশওলু বলেন, বিশ্ব রাজনীতিতে পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। আমরা ওই ক্ষেত্রে নিজেদেরকে ওই পরিবর্তিত পরিস্থিতির সাথে মিলিয়ে নিতে পারি এবং ওই পরিবর্তনকে স্বীকৃতি দিতে পারি। এছাড়া আর কিছু করার নেই। তিনি বলেন, ঠান্ডা যুদ্ধের উচ্ছ্বাস বা উত্তেজনা অনেক আগেই শেষ হয়েছে। বিশ্বে এখন বহুমেরু বা অনেক শক্তিশালী দেশের উদ্ভব হয়েছে। এমন সময়ে রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুধু ইউরোপ নয় সমগ্র বিশ্বই বদলে যাবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে সমগ্র বিশ্বেই সংঘাত চলছে। এ সঙ্ঘাতকবলিত এলাকায় দু’শো কোটি মানুষ বাস করে। এসব সংঘাতের ধরন জটিলাকার হচ্ছে বলে মন্তব্য করে মওলুদ চাভুশওলু বলেন, দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ব্যবস্থা এ পরিবর্তিত পরিস্থিতি ও নতুন চ্যালেঞ্চের সাথে খাপ খাওয়াতে পারছে না। এ কারণেই ইউক্রেনে সামরিক সংঘাত চলছে। এখন আমাদের সমস্যা খুঁজে বের করে তার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আনাদোলু, ইয়েনি শাফাক।



 

Show all comments
  • মো সরোয়ার মাহামুদ ১৩ মার্চ, ২০২২, ৭:৫০ এএম says : 0
    আলহামদুলিল্লাহ প্রিয় লিডার এরদোয়ান এগিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত আপনার সাথে আছেন।
    Total Reply(0) Reply
  • Amjad Hussain ১৩ মার্চ, ২০২২, ৭:৫০ এএম says : 0
    একেই বলে রাষ্ট্রীয় নেতা আর আমাদের বাংলাদেশ নেতাদের নমোনমো করতে দিন যায়
    Total Reply(0) Reply
  • Arafat Rahman ১৩ মার্চ, ২০২২, ৭:৫০ এএম says : 0
    মনে হচ্ছে তুর্কী শেষ সুলতান আবদুল হামিদ আস-সানী'(রহঃ) এর প্রতিচ্ছবি। আল্লাহ নেক হায়াত দান করুন আমীন
    Total Reply(0) Reply
  • অনিন্দ্য শামীম ১৩ মার্চ, ২০২২, ৭:৫০ এএম says : 0
    ওসমানীয় সাম্রাজ্যের সুনতানদের মতই হুঙ্কার! পৃথিবীর সূর্য উদয়ের স্থান থেকে সূর্যাস্তের স্থান পর্যন্ত ইসলাম থাকবেই, থাকবে। ইনশাআল্লাহ!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশ্চিমাদের ফ্যাসিবাদী অনুশীলন মেনে নেয়া যায় না : এরদোগান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ