Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে চুরির পর বসতঘর পুড়াল দুর্বৃত্তরা

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৭ পিএম

সিলেটের বিশ্বনাথে বিয়ে বাড়িতে চুরির পর বসতঘর পুড়িয়ে দিয়েছে দূর্বুত্তরা। ঘটনাটি উপজেলার অংকারি ইউনিয়নের মীরগাঁও গ্রামের সৌদি প্রবাসী মাহমদ আলীর বাড়িতে ঘটেছে। দূর্বুত্তরা সোমবার সন্ধায় পর ঘরে প্রবেশ করে প্রথমে নগদ টাকা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। পরে যাওয়ার সময় ঘরের ৪টি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে দূর্বুত্তরা পালিয়ে যায়। এতে আসবাবপত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারিক সূত্রে জানাগেছে।

ঘটনার খবর পেয়ে সরেজমিন গেলে সৌদি প্রবাসী মাহমদ আলীর পুত্র খালেদ মিয়া জানান, গত রোববার তার বোন রাহিমা বেগমের বিয়ে অনুষ্টিত হয়। সোমবার দিনে তারা ঘর তালাবন্ধ করে নব-বিবাহিত বোন রাহিমা বেগমের বাড়ি দশঘর গ্রামের (টিলাবাড়িতে) বেড়াতে যান। সন্ধা সাড়ে ৭টায় বাড়িতে ফিরে এসে দেখতে পান তাদের ঘরের ৪টি কক্ষে ধাউ ধাউ করে আগুন জ¦লছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তৎক্ষনে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে ঘরে ঢুকে দেখতে পান শুধু আগুনই নয়, তাদের রান্না ঘরের চুলার উপরের ¯øাব খুলে দূর্বুত্তরা ঘরে প্রবেশ করে স্টীল আলমিরার তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে ঘরের চারটি কক্ষে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় দূর্বুত্তরা। এতে আনুমানিক ২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রবাসির ছেলে খালেদ মিয়া।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি শামীম মূসা এ প্রতিবেদককে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আগুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ